আনসার আল ইসলামের ৬ সদস্যকে গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৯:০২ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
- / ১৮৯৪ বার পড়া হয়েছে
আনসার আল ইসলামের ৬ সদস্যকে গ্রেফতার করেছে রেব। শুক্রবার রাতে আলাদা অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা ও সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে তাদের গ্রেফতারা করা হয়।
সকালে রাজধানীর কারওয়ান বাজারে রেবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, রেব ৪ এর অধিনায়ক মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি জানান, আটককৃতদের মধ্যে একজন ঢাকা ও একজন খুলনা বিভাগে আনসার আল ইসলামের দায়িত্ব পালন করতেন। আটকদের কাছ থেকে বিপুল পরিমান লিফলেট, ল্যাপটপ,মোবাইলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নাশকতার পরিকল্পনার কথা স্বীকার করেছে বলেও জানান মোজাম্মেল হক।