দেশে আরো ৫০ হাজার মেট্রিক টন পেয়াঁজ আসছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা সদর আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, দেশে আরো ৫০ হাজার মেট্রিক টন পেয়াঁজ আসছে। খুব শিগগিরই পেঁয়াজের দাম স্বাভাবিক হবে।
দুপুরে ভোলা সদরের ইলিশা ইউনিয়নে ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি একথ বলেন। পৃথিবীর বহু দেশে এবার পেয়াজের উৎপাদন কম হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, আমদানী নির্ভরশীল দেশে আমদানী বন্ধ হলে প্রভাব কিছুটা পড়বেই।