গাজায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় একই পরিবারের ছয় জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় একই পরিবারের ছয় জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৩ জন।
এই নিয়ে গেলো ৪৮ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৩২ জনে। নিহতদের এক তৃতীয়াংশই বেসামরিক নাগরিক। অপরদিকে ফিলিস্তিনের পাল্টা রকেট হামলায় ৩ জন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। হামাসের তরফ থেকে অস্ত্রবিরতির প্রস্তাব দেয়া হলেও তা আমলে নেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। গেলো মঙ্গলবার ইসরায়েলি হামলায় হামাসের একজন এক শীর্ষ কমান্ডার নিহত হয়। প্রতিক্রিয়ায় ইসরায়েলে পাল্টা রকেট হামলা শুরু করে হামাস। এরপর থেকে নতুন করে সংঘর্ষ শুরু হয় দুই দেশের মধ্যে।




















