দল ছাড়ার জন্য বিএনপির আরো অনেক জ্যেষ্ঠ নেতা যোগাযোগ করছেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
দল ছাড়ার জন্য বিএনপির আরো অনেক জ্যেষ্ঠ নেতা যোগাযোগ করছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সচিবালয়ে মঙ্গলবার সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
ব্রিফিংয়ের এক পর্যায়ে হাছান মাহমুদ প্রশ্ন করেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় কবে দলে থেকে বের হবেন। তার মতে, বিএনপি জনগণের কোনো স্বার্থ নিয়ে আন্দোলন না করায় ক্রমেই জনবিছিন্ন দলে পরিণত হচ্ছে। বিএনপি’র অনেক নেতা তাই দল ছাড়ছেন। তবে বিএনপির সবাইকে আওয়ামী লীগ নিতে পারবে না বলেও জানান তিনি। শহীদ নুর হোসেন সম্পর্কে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙাকে আগামীতে আর এমন মন্তব্য না করার আহবান জানান তিনি।