সন্ত্রাসী ও যুদ্ধাপরাধীদেরকে অপসারণ করা হবে
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:৪৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
- / ১৭৮৪ বার পড়া হয়েছে
দলের মধ্যে যাদের বিরুদ্ধে সন্ত্রাসী ও যুদ্ধাপরাধীর অভিযোগ আছে তাদেরকে এবার অপসারণ করা হবে বলে জানিয়েছেন,আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
সকালে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে কুষ্টিয়া শহর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা জানান। সারাদেশে দেশপ্রেমিক সংগঠনগুলোকে নিয়ে সরকার পতনের আন্দোলনের ডাক দেয়া হবে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর এমন মন্তব্যের জবাবে হানিফ বলেন, বিএনপির দেশপ্রেমিক সংগঠন জামায়াত। ওই সংগঠনগুলোর বিরুদ্ধে দেশের জনগণই যথেষ্ট বলেও মন্তব্য করেন হানিফ।

 
																			 
																		










