বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব সংশোধন আইন এর খসড়া অনুমোদন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৩:০২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯
- / ১৬০৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব সংশোধন আইন, ২০১৯-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আজ মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। সচিবালয়ের মন্ত্রিসভার কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিসভা সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, ‘পিপিপি আইন, ২০১৫ এর ৮, ২ ধারায় বলা ছিল বছরে পিপিপি পরিচালনা পর্ষদের ছয়টি বৈঠক হতে হবে। তবে সংশোধিত আইন অনুযায়ী এখন থেকে বছরে একটি বৈঠক করলেই হবে। তিনি আরও জানান, সংশোধিত আইন অনুযায়ী পিপিপি পরিচালনা পর্ষদের প্রথম সভায় কর্তৃপক্ষের নির্বাহী বোর্ড গঠন করতে হবে। এই নির্বাহী বোর্ডের গঠন, দায়িত্ব ও সভা অনুষ্ঠান সংক্রান্ত বিষয়গুলোও সংশোধিত আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। পিপিপি বাস্তবায়নে নজরদারির বিষয়েও নতুন আইনে উল্লেখ আছে বলে জানান সচিব।