ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়র শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

- আপডেট সময় : ০৮:১৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়র ইনষ্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী মুমিতুল মিম্মার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
গেলো শুক্রবার মধ্যরাতে সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ খান বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন। তবে তদন্তের স্বার্থে মামলা দায়েরের দু’দিন পর রোববার তা প্রকাশ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মামলার অভিযোগে বাদী শাহাদাৎ খান উল্লেখ করেন, কুষ্টিয়ার ভেড়ামারার মাহফুজুল হকের মেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনষ্টিটিউট অব ইনফরমেশন বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী মুমিতুল মিম্মা নিজের ফেসবুক একাউন্ট থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনকে গতিশীল করতে মিথ্যা, বানোয়াট ও কল্পনাপ্রসূত পোষ্ট দিয়ে সরকার এবং প্রধানমন্ত্রী সম্পর্কে মিথ্যা মানহানিকর তথ্য প্রকাশ করেছে।