২২ দিনের নিষেধজ্ঞা শেষে নদীতে ইলিশ ধরা শুরু
																
								
							
                                - আপডেট সময় : ০২:১৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
 - / ১৭০৯ বার পড়া হয়েছে
 
২২ দিনের নিষেধজ্ঞা শেষে বুধবার রাত ১২টা থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ দেশের ৭ হাজার বর্গ কিলোমিটার নদীতে ইলিশ ধরা শুরু হয়েছে। এ নিষেধাজ্ঞা থাকায় বেশ কয়েক দিন অলস সময় পার করতে হয়েছে জেলেদের। তাই রাতেই প্রস্তুতি নিয়ে নদীতে নামে তারা। এদিকে, ভোলার মৎস্য বিভাগের দাবী এবছর মা ইলিশ রক্ষা অভিযান সফল হওয়ায় আগামী মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ইলিশ পাওয়া যাবে।
অবশেষে ২২ দিন অপেক্ষার পর নদীতে মাছ ধরতে নেমেছে জেলেরা। চাঁদপুরে মোট ৫১ হাজার ১শ ৭৯ জন জেলে রয়েছে। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় সাথে সাথেই নদীতে মাছ ধরতে নামে তারা। আশা করছেন বেশি ইলিশ পাবেন।
চাঁদপুরের পদ্মা-মেঘনায় মা ইলিশ কাঙ্খিত পরিমাণে ডিম ছাড়ার সুযোগ পেয়েছে বলে জানিয়েছেন ইলিশ গবেষকরা।
এদিকে, দীর্ঘ অপেক্ষার পর ইলিশ শিকারে নেমেছে ভোলার জেলেরাও। ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখরিত হয়ে উঠেছে মৎস্য আড়ৎ গুলো।
মৎস্য বিভাগের দাবী এবছর মা ইলিশ রক্ষা অভিযান সফল হওয়ায় আগামী মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ইলিশ পাওয়া যাবে।
ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করে সরকার।
																			
																		
















