সবাইকে সঙ্গে নিয়ে চলচ্চিত্র শিল্পের উন্নয়নকে এগিয়ে নেয়ার অঙ্গীকার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
সবাইকে সঙ্গে নিয়ে চলচ্চিত্র শিল্পের উন্নয়নকে এগিয়ে নেয়ার অঙ্গীকার করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির নব-নির্বাচিত কমিটির নেতারা। সব ভেদাভেদ ভুলে চলচ্চিত্রের সোনালী দিন ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলেও জানান তারা। এফডিসিতে নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া জানাতে গিয়ে একথা বলেন তারা।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেলে বিপুল ভোটে জয়ী হওয়ার পরদিন শনিবার সন্ধ্যায় এফডিসি চত্ত্বরে এসে এভাবেই আনন্দ মিছিল করেন মিশা সওদাগর-জায়েদ খানসহ নেতারা।
পরে নির্বাচন পরবর্তি প্রতিক্রিয়া জানান সমিতির সভাপতি মিশা সওদাগর।
শিল্পীদের উন্নয়নসহ চলচ্চিত্রের সোনালী দিন ফিরিয়ে আনার জন্য নিজেদের উদ্যোগ তুলে ধরেন সমিতির সাধারণ সম্পাদক।
চলচ্চিত্র শিল্পীদের উন্নয়নে সকল ভেদাভেদ ভুলে শিল্প সংশ্লিষ্ট সব সংগঠনের সহযোগীতাও প্রত্যাশা করেন নবনির্বাচিতরা।