চট্টগ্রামে আগুনে স্বামী-স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের চারজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
- / ১৬০৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামে আগুনে স্বামী-স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের চারজন নিহত হয়েছে।
ডবলমুড়িং থানার মৌলভীপাড়ায় ভাড়া বাসায় গেল ১৯ অক্টোবর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাসায় আগুন লাগে। এতে আমির হোসেন, তার স্ত্রী খালেদা আক্তার, ছেলে আশরাফুল, মেয়ে উনিয়া গুরুতর দগ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে তাদের মৃত্যু হয়। নিহতদের সবাই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউপির গৌড়নগর গ্রামের বাসিন্দা। মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।