রংপুরে অভিযান চালিয়ে ৫ জন উগ্রবাদী সন্ত্রাসী গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২২:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
রংপুরের আলমনগর এলাকায় অভিযান চালিয়ে ৫ জন উগ্রবাদী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে রেব-১৩।
শনিবার রাতে নগরীর আলমনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।রেব জানায়, এই ৫ জন উগ্রপন্থী সন্ত্রাসী দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি বলেন, এই দলের সদস্যদের দেশকে অস্থিতিশীল করতে আত্মঘাতী হামলাসহ বিভিন্ন উৎসবে হামলার পরিকল্পনা ছিল। তাদের কাছে থেকে উগ্রবাদী বই, ল্যাপটপ, লিফলেট, পেনড্রাইভ এবং মোবাইল উদ্ধার করা হয়।