চট্টগ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে স্কুল ছাত্র নিহত হওয়ার ঘটনায় তোলপাড়
																
								
							
                                - আপডেট সময় : ১২:২৬:২০ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯
 - / ১৭১৮ বার পড়া হয়েছে
 
চট্টগ্রাম নগরীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে স্কুল ছাত্র জয়নাল নিহত হওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। নিহতের পরিবারের দাবি, বাড়ি থেকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে তিনদিন আটকে রেখে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে তাকে হত্যা করা হয়েছে। আর পুলিশ বলছে, কিশোর গ্যাংয়ের হোতা জয়নালকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানের সময় ক্রসফায়ারে তার মৃত্যু হয়। বিশেষজ্ঞরা বলছেন, দাগি অপরাধি আর স্কুলছাত্র, প্রতিটি বন্দুকযুদ্ধের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিন্ন বক্তব্য গ্রহণযোগ্য নয়। এতে জনসাধারণের মাঝে আইনের প্রতি আস্থাহীনতা তৈরি হবে।
বায়েজিদ টেক্সটাইল ভকেশনাল ইনস্টিটিউটের এই মাঠেই লেখাপড়ার পাশাপাশি দুরন্ত শৈশব কেটেছে নবম শ্রেণীর ছাত্র জয়নাল আবেদীনের। রোববার গভীর রাতের অন্ধকারে এখানেই পুলিশের কথিত বন্দুকযুদ্ধে আহত হয়ে, চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশের দাবি, এলাকায় কিশোর গ্যাংয়ের হোতা ছিলো জয়নাল। তার নামে একাধিক মামলাও রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বন্দুকযুদ্ধের ঘটনা না দেখলেও পুলিশের গাড়ি আর মুহুর্মুহু গুলির শব্দ শুনেছেন তারা।
পরিকল্পিত হত্যাকান্ড দাবি করে নিহতের পরিবার বলছে, তিন দিন আগে বাড়ি থেকে পুলিশের গাড়িতে করে তুলে নেয়া হয় জয়নালকে।
বিশেষজ্ঞরা বলছেন, সব বন্দুকযুদ্ধের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিন্ন বক্তব্য ইতিমধ্যে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। এভাবে চলতে থাকলে, আইন ও বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারাবে সাধারণ মানুষ।
একমাস ধরে বায়েজিদ এলাকায় কিশোরদের কয়েকটি গ্রুপে একাধিক সংঘর্ষের ঘটনায় থানায় কয়েকটি মামলা হয়েছে; যার একটির আসামী ছিল নিহত জয়নাল।
																			
																		














