বিএনপি ছাড়া আর কোন দলের অভিজ্ঞতা নেই দেশ পরিচালনার : তারেক রহমান
- আপডেট সময় : ০৯:৫৬:১২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
বিএনপি ছাড়া আর কোন রাজনৈতিক দলের অভিজ্ঞতা নেই সঠিক ভাবে দেশ পরিচালনার করার। তাই, আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে দেশবাসীর কাছে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভোট নিয়ে যারা বিভ্রান্তি ছড়াবে তারাই গুপ্ত। ১৬ বছর তাদের কোন আন্দোলন সংগ্রামে দেখা যায়নি। স্বৈরাচারের ভেতরে মিলেমিশে ছিলো তারা। সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। TO তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় গেলে সিরাজগঞ্জে ও পাবনায় শিল্পপার্কে এবং আইটি পার্ক স্থাপন করে বেকার সমস্যা সমাধান করা হবে।
সিরাজগঞ্জের বিসিক শিল্পপার্কের জনসমুদ্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দিলেন শিল্পের ছোঁয়া। এসময় ধানের শীষের গর্জন ছড়িয়ে পড়লো নেতাকর্মীদের মুখে মুখে।
মঞ্চে উঠেই বক্তব্যের শুরুতে প্রতিশ্রুতি দেন, নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে সিরাজগঞ্জ ও পাবনার তাঁতশিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরা হবে।
সমাবেশে ছিলেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা। ছিলেন… আহত ও তাদের পরিবারের সদস্যরাও। তিনি বলেন, জুলাইয়ে আহত ও নিহতের আত্মত্যাগের প্রতিদান দিতে হলে, ১২ তারিখ ভোটের মাঠে সবাইকে সোচ্চার হতে হবে। এতে… স্বৈরাচার জবাব পাবে।
তিনি আরো বলেন, ভোট নিয়ে যারা বিভ্রান্তি ছড়াবে তাদের পরিচয় গুপ্ত। ১৬ বছর তারা স্বৈরাচারের ভেতরে লুকিয়ে ছিলো।










