বাণিজ্যিক ও কৌশলগত উন্নয়নে গ্লোবান্টা৩৬০ লিমিটেডের নতুন চুক্তি
- আপডেট সময় : ০৭:২৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / ১৬১২ বার পড়া হয়েছে
বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা আইসিই মিডিয়া লিমিটেড তাদের ফ্ল্যাগশিপ ম্যাগাজিন ‘আইসিই টুডে’ এবং ‘আইসিই বিজনেস টাইমস’-এর ব্যবসায়িক উন্নয়ন ও প্রসারে বহুজাতিক ক্রিয়েটিভ এজেন্সি গ্লোবান্টা৩৬০ লিমিটেড-এর সাথে একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তির আওতায়, গ্লোবান্টা৩৬০ লিমিটেড ম্যাগাজিন দুটির ব্যবসায়িক উন্নয়ন, ব্র্যান্ডিং এবং মার্কেটিং কার্যক্রমের দায়িত্ব পালন করবে। অন্যদিকে, আইসিই মিডিয়া লিমিটেড বরাবরের মতোই ম্যাগাজিনগুলোর সম্পাদকীয় দিকনির্দেশনা, কন্টেন্ট তৈরি, মুদ্রণ এবং বিতরণের কাজ পরিচালনা করবে। মূলত ক্লায়েন্ট একুইজিশন, বাণিজ্যিক প্রসার এবং বাজারে ম্যাগাজিন দুটির অবস্থান আরও সুসংহত করতে গ্লোবান্টা৩৬০ লিমিটেড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সমন্বিত উদ্যোগের লক্ষ্য হলো দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের মাধ্যমে অর্থপূর্ণ ব্র্যান্ড অ্যাসোসিয়েশন তৈরি করা।
সম্প্রতি অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইসিই মিডিয়া লিমিটেড এবং গ্লোবান্টা৩৬০ লিমিটেড-এর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইসিই মিডিয়া লিমিটেড-এর পক্ষে প্রতিনিধিত্ব করেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তানুভা অমিয়া খন্দকার। অন্যদিকে, গ্লোবান্টা৩৬০ লিমিটেড-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান জহিরুল ইসলাম পিমাক, ব্যবস্থাপনা পরিচালক আশরাফুজ্জামান স্বাক্ষর, চিফ বিজনেস অফিসার শাহীদুজ্জামান খান শাহী এবং চিফ অপারেটিং অফিসার গোলাম মোস্তাকিম ভূঁইয়া মাহিন। উভয় পক্ষের উপস্থিতিতে এই অংশীদারিত্বের আনুষ্ঠানিক সূচনা হয়।
বাংলাদেশের প্রকাশনা জগতে আইসিই মিডিয়া লিমিটেড-এর ম্যাগাজিন দুটি অত্যন্ত সুপরিচিত। ২০০২ সালে যাত্রা শুরু করা আইসিই টুডে বর্তমানে দেশের দীর্ঘতম সময় ধরে চলা ইংরেজি মাসিক ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিন। ফ্যাশন, সংস্কৃতি এবং আধুনিক জীবনযাত্রার ওপর ভিত্তি করে তৈরি এই ম্যাগাজিনটির ১২,০০০-এর বেশি কপি প্রতি মাসে অভিজাত হোটেল, রেস্তোরাঁ, কর্পোরেট অফিস এবং এয়ারপোর্ট লাউঞ্জসহ দেশব্যাপী বিভিন্ন পয়েন্টে সরবরাহ করা হয়। পাশাপাশি, ২০১০ সালে প্রতিষ্ঠিত আইসিই বিজনেস টাইমস একটি নির্ভরযোগ্য ইংরেজি বিজনেস ম্যাগাজিন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এটি ১০,০০০ কপি প্রচার সংখ্যা নিয়ে নিয়মিত পৌঁছে যাচ্ছে কর্পোরেট লিডার, ব্যাংক, দূতাবাস এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার নীতি-নির্ধারকদের কাছে।
গ্লোবান্টা৩৬০ লিমিটেড একটি বহুজাতিক ৩৬০-ডিগ্রি ক্রিয়েটিভ এবং ব্র্যান্ড সলিউশন এজেন্সি, যা বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতে তাদের কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি ব্র্যান্ড কৌশল, বিজ্ঞাপন, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং জনসংযোগের মতো বিভিন্ন সেবাকে একটি সমন্বিত ইকোসিস্টেমের আওতায় নিয়ে আসে। তাদের কাজের মান নিশ্চিত করতে রয়েছে বিশেষায়িত সহযোগী প্রতিষ্ঠান সিনেস্কাল্পচার (প্রোডাকশন) এবং গ্ল্যাম্বিশন (পোস্ট-প্রোডাকশন ও ক্রিয়েটিভ এক্সিকিউশন স্টুডিও), যারা মূল প্রতিষ্ঠান গ্লোবান্টা৩৬০ সলিউশন লিমিটেড-এর অধীনে বিশ্বমানের সেবা প্রদান করে থাকে।
























