সাংস্কৃতিকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : রিজভী
- আপডেট সময় : ১০:০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
পৃথিবীর যে সব দেশে সুস্থ গণতন্ত্র রয়েছে, সেসব দেশগুলোতে সাংস্কৃতিকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে রাজধানীর গুলশানে নির্বাচনী পরিচালনা কমিটির কার্যালয়ে নির্বাচনী গান ও কবিতা উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন। তিনি বলেন, একটি চ্যালেঞ্জ শেষ হলেও, এখনো আরেকটি চ্যালেঞ্জ রয়ে গেছে। ১২ ফেব্রুয়ারি বিএনপিকে বিজয়ী করতে শিল্পী কলাকুশলীদের একযোগে কাজ করার আহবান জানান জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা-জাসাসের নেতাদের।
১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনী প্রচারণাকে জমজমাট ও ভোটারদের উদ্ধুদ্ধ করতে ৫ টি গান ও একটি কবিতা কর্মসূচির আয়োজন করে নির্বাচনী পরিচালনা উপ-কমিটি।
বিকেলে গুলশানে নির্বাচনী গান ও কবিতার উদ্বোধন করেন বিএনির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
এসময়ে জাসাসের নেতাকর্মীরা বিগত সরকার, সাংস্কৃতিক অঙ্গনকে সংকোচিত করার অভিযোগ করেন। তারা বলেন, আসন্ন নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সবাইকে কাজ করতে হবে একযোগে।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবীর রিজভী নির্বাচনের বৈইতরনী পার করতে নানা ষড়যন্ত্রের কথা বলছেন। উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সাংস্কৃতিকর্মীদের ভূমিকার কথাও জানান তিনি।
বিভিন্ন থিমে নির্মিত এসব গান ও জ্বালাময়ী কবিতার মধ্যমে ধানের শীষের পক্ষে সাংস্কৃতিকর্মীরা আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে নির্বাচনী প্রাচার প্রচারনা চালাবে।



















