জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে : প্রধান উপদেষ্টা
- আপডেট সময় : ০৮:৪২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করে তিনি। প্রধান উপদেষ্টা বলেন, নাগরিক সেবার ডিজিটাইজেশন কাগজে কলমে হলেও আদতে, তা বাস্তবায়ন হয়নি তরুন প্রজন্মকে চাকরির পিছনে না ঘুরে উদ্যোক্তা হওয়ার আহবানও জানান তিনি।
তথ্য প্রযুক্তিগত সহায়তা বাড়াতে এবং এর সম্প্রসারণে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন,‘‘চব্বিশের গণঅভ্যুত্থান দেশের সামনে অনেক সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। যার নেতৃত্বে তরুণদের ভূমিকার কথা তুলে ধরেন তিনি।
ইন্টারনেট সেবার গুরুত্ব উল্লেখ করে, এখাতের বাস্তবায়নে নিজেদের সীমাবদ্ধতার কথা তুল ধরেন ড. ইউনূস। তরুন প্রজন্মকে দাসত্ব প্রথা চাকরি পরিহার করে উদ্যোক্তা হওয়ারও আহবান তিনি।
জালিয়াতি প্রথা পরিহারের আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশ বিশ্বে জালিয়াতিতে সেরা পর্যায়ে পৌঁছেছে।বর্হিবিশ্বে আত্ম মর্যাদা সমুন্নত রাখতে জালিয়াতিরোধ করতে হবে বলেও মন্তব্য করেন ড. মুহাম্মদ ইউনূস।



















