গাইবান্ধায় পাচারের সময় ২০০ বস্তা সরকারি ভর্তুকির সার জব্দ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৭:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / ১৬১৩ বার পড়া হয়েছে
গাইবান্ধায় বাফার গুদাম থেকে উত্তোলন করা সরকারি ভর্তুকির ইউরিয়া সার অবৈধভাবে পাচারের সময় একটি ট্রাকসহ ২০০ বস্তা সার জব্দ করেছে কৃষি বিভাগ ও প্রশাসন। এ ঘটনায় ট্রাকচালককেও আটক করা হয়।
গেলরাতে সদর উপজেলার ব্রিজ রোড এলাকার কদমতলা থেকে সারভর্তি ট্রাকটি আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, তুলসীঘাট সরকারি বাফার গুদাম থেকে সারগুলো ট্রাকে লোড করার পর কুড়িগ্রামের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় জনতা ট্রাকটি আটকে কৃষি বিভাগে খবর দেয়। পরে সদর উপজেলার সহকারী কমিশনার, কৃষি অফিসার ও পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেন। জব্দকৃত ১০ মেট্রিক টন ইউরিয়া সার পলাশবাড়ীর ডিলার ‘রনি ট্রেডার্স’-এর মালিক মোজাহারুল ইসলাম উত্তোলন করেছিলেন। নিয়ম অনুযায়ী সারগুলো নিজস্ব গুদামে নেওয়ার কথা থাকলেও তিনি তা বিক্রি করে দেন।






















