শিক্ষা, চিকিৎসা, মাদকমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি তারেক রহমানের
- আপডেট সময় : ১০:০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / ১৫৮০ বার পড়া হয়েছে
জনগণের হারানো অধিকার ফিরে পাওয়ার দিন ১২ ফেব্রুয়ারি। এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে, ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে নির্বাচনী জনসভায় নারী শিক্ষার সম্প্রসারণ, বেকার সমস্যার সমাধান, মাদকমুক্ত সমাজ গড়তে ধানের শীষে ভোট চান তিনি। তারেক রহমান বলেন, আগামী নির্বাচনে বিজয়ী হলে অসহায় ও দুস্থদের ফ্যামিলি ও কৃষি কার্ড দেয়া হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারনা চালাতে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে জনসভার আয়োজন করে দক্ষিণ জেলা বিএনপি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভায় পৌছান বেলা ৪ টার দিকে। ২ দশক পর ময়মনসিংহে নির্বাচনী প্রচারনায় অংশ নেন তিনি।
এরআগেই সার্কিট হাউজ ময়দানে জড়ো হন বৃহত্তর ময়মনসিংহ বিভাগের নেতাকর্মীরা।
কানায় কানায় পূর্ণ হয় জনসভাস্থল। ধানের শীষের পক্ষে নানা ব্যানার ফেস্টুন দেখা যায় নেতাকর্মীদের হাতে।
বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা, তাদেরকে বিজয়ী করতে নানা প্রতিশ্রুতি দেন।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন,বিগত দিনে ডামী নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরন করেছিলো আওয়ামী লীগ। সেই অধিকার ফেরাতে ও এলাকাটির সার্বিক উন্নয়নে ১২ই ফেব্রুয়ারী নির্বাচনে ভোট চান ধানের শীষে।
বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, চিকিৎসা, মাদকমুক্ত সমাজ গঠনের পাশাপাশি অসহায় ও গরীবদের ভাগ্যের উন্নয়ণে ফ্যামিলি ও কৃষি কার্ড দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
অতীতের মত কেউ যেন ভোট চুরি করতে না পারে সেজন্য ভোর রাত থেকেই কেন্দ্র পাহারা দেয়ার আহবান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থাকলে জনগণের জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠন সম্ভব বলেও মনে করেন তারেক রহমান


















