প্রচারণায় মেতে ওঠেছে গাজীপুরের ৫টি সংসদীয় আসনের প্রার্থীরা
- আপডেট সময় : ০৪:২৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচার প্রচারণায় মেতে ওঠেছে গাজীপুরের ৫টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দি প্রার্থীরা। নির্বাচনের মাঠে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর, ভোটাররা বলছে, যোগ্য ও সৎ ব্যক্তিকেই বেঁছে নেবেন তারা। এদিকে, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কাজ করছে স্থানীয় প্রশাসন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। বুধবার প্রতীক পাওয়ার পরই বৃহস্পতিবার সকাল থেকে নির্বাচনী প্রচারণায় নেমেছেন গাজীপুর ৫টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দিরা। গাজীপুর -১ আসনের ধানের শীষের প্রার্থী মুজিবর রহমান সিটি করপোরেশন কোনাবাড়ি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন।রাতের ভোট ঠেকাতে তিনি… ভোটের দিন সকালে ব্যালট পেপার কেন্দ্রে পাঠানোর দাবি জানান।
অন্যান্য আসনেও ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা। ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
নির্বাচনের মাঠে ৫টি আসনে, জাতীয় পার্টি, গণফ্রন্ট, ইসলামী আন্দোলন এবং স্বতন্ত্রসহ মোট ৪২ জন প্রার্থী লড়ছেন। সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন ভোটাররা
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কাজ করছে নির্বাচন কমিশন।
গাজীপুর ৫টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা সাতাশ লাখ আটত্রিশ হাজার ২৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার, তেরো লাখ চৌষট্টি হাজার ৩৪৮ জন, মহিলা ভোটার তেরো লাখ তিয়াত্তর হাজার ৭৬৭ জন এবং তৃতীয় লিঙ্গের ৩৪ জন ভোটার রয়েছে।



















