মুছাব্বির হত্যায় জড়িত সন্ত্রাসী দাদা দিলিপ ওরফে বিনাস : গোয়েন্দাপ্রধান
- আপডেট সময় : ০৮:২২:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ২০৩৪ বার পড়া হয়েছে
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজিকে ঘিরে নিহত হন স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির। এই হত্যাকাণ্ডের পেছনে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী দাদা দিলিপ ওরফে বিনাসের সম্পৃক্ততার তথ্য পেয়েছে গোয়েন্দারা। সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এসব তথ্য জানান গোয়েন্দাপ্রধান শফিকুল ইসলাম। তিনি জানান, হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয় গ্রেপ্তার হওয়া রহিম।
শফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের অন্যতম শ্যুটার রহিমকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি বিদেশি পিস্তল ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ডিবি প্রধান বলেন, বিদেশে অবস্থানরত আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী দাদা বিনাস ওরফে দিলীপের নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার পেছনে অপরাধী চক্রের অর্থনৈতিক স্বার্থ জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, কারওয়ান বাজারে বর্তমানে ৮ থেকে ৯টি চাঁদাবাজ গ্রুপ সক্রিয় রয়েছে। চাঁদাবাজি ও দখল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্ব থেকেই পরিকল্পিতভাবে মুসাব্বিরকে হত্যা করা হয়।





















