একটি দল আল্লাহর নামে বেহেস্ত ও দোজখের টিকেট বিক্রি শুরু করেছে : তারেক রহমান
- আপডেট সময় : ০৬:৪৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ১৬১৩ বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে একটি দল আল্লাহর নামে বেহেস্ত ও দোজখের টিকেট বিক্রি শুরু করেছে। তারা ক্ষমতায় আসার আগেই মানুষকে ঠকানো শুরু করেছে। বৃহস্পতিবার সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রথম নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আসতে শুরু করে নেতাকর্মীরা।
হাজারো মানুষের সমাগমে ভরে যায় পুরো মাঠ। এসময় নেতাকর্মীরা আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
দুপুর ১২টার পর সমাবেশস্থলে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে সম্বোধন জানান তিনি।
এসময় বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশকে এগিয়ে নিতে হলে ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে।
এরপর মঞ্চে উঠেন তারেক রহমান। বলেন, বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। যারা বিভিন্ন টিকিট দিচ্ছে, তারা যেটার মালিক মানুষ না, সেটার কথা বলে মানুষকে ঠকাচ্ছে।
তারেক রহমান আরও বলেন, ইতিপূর্বে একের পর এক ডামি ও নিশিরাতের নির্বাচনের মাধ্যমে ভোটের অধিকার হরণ করা হয়েছে। ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে মানুষ যেভাবে দেশকে নতুন করে স্বাধীন করেছে, তা ৭১-এর স্বাধীনতার মতোই তাৎপর্যপূর্ণ।
দেশের মধ্যে কোনো কোনো মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কীভাবে পোস্টাল ব্যালেটে ডাকাতি করা হয়েছে, তা দেশবাসী দেখেছে বলেও জানান বিএনপির চেয়ারম্যান।



















