‘হ্যাঁ’-তে ভোট দিলে দেশে ভোট চুরি বা রাতের ভোট করতে পারবে না : সৈয়দা রিজওয়ানা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২০:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ১৬০৫ বার পড়া হয়েছে
তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘হ্যাঁ’-তে ভোট দিলে দেশে কোনো নির্বাচন দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হবে-না। আর কখনও ভোট চুরি বা রাতের ভোট করতে পারবে না।
সকালে ফরিদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেন, কোনো একক দল নির্বাচনে জয়ী হলেও সব সিদ্ধান্ত একা নিতে পারবে না, দেশে সত্যিকারের আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। এবারের ভোট শুধু নিজের অধিকার প্রতিষ্ঠার নয়, আগামীতে দেশ কীভাবে চলবে, তা নির্ধারণ হবে, এ নির্বাচনের মাধ্যমে। এছাড়া ‘জুলাই অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের জন্য জুলাই সনদ গৃহীত হয়েছে। সব রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তাদের মতামতের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে বলে জানান তিনি।



















