ভোটের উত্তাপে রাজনীতি—যোগ্য প্রার্থী বাছাইয়ে সক্রিয় তরুণ সমাজ
- আপডেট সময় : ০৮:৩৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চন। দিন দিন রাজনীতিতে ছড়াচ্ছে ভোটের উত্তাপ। পুরুষ ও নারী ভোটারের পাশাপাশি এবার যোগ্য প্রার্থী বাছাইয়ে চুল চেড়া বিশ্লেষণ করছে তরুণরাও।
উত্তরের প্রবেশদ্বারখ্যাত গাইবান্ধা জেলা সাতটি উপজেলা নিয়ে গঠিত। নদী বেষ্টিত এলাকা হওয়ায় এখানকার বেশীরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। আর সংসদীয় আসন রয়েছে পাঁচটি। ভোটের দিন ঘনিয়ে আসায় ভোটের উত্তাপ ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে। নারী ও পুরুষের পাশাপাশি তরুনদের মাঝে ভোটের ব্যাপক উৎসাহ বিরাজ করছে। তবে জুলাই-আগস্টেরর গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়তে প্রার্থী বাছাইয়ে নতুন করে ভাবছে তরুণরা।
বিগত নির্বাচনে ভোট দিতে না পারায় ক্ষোভ আছে ভোটারদের মাঝে। তরুনদের উচ্চতর শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে কাজ করবে এমন প্রার্থীকেই ভোট দিবেন ভোটাররা।
মোট ভোটারের অর্ধেকেই এখন তরুণ। সুশীল সমাজ বলছেন, দেশের গণতন্ত্র উত্তরণ এবং ভোটে জয়-পরাজয়ের পাল্লা নির্ধারণ করবে তরুণরাই।
জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২১ লাখ ৯০ হাজার ৪০০ জন। এর মধ্যে ১০ লাখ ৮২ হাজার ৪শত ১৬জন পুরুষ আর নারী ভোটার রয়েছে ১১ লাখ ৭ হাজার ৯’শ ৪৮ জন।



















