নির্বাচনে ঠিক হবে দেশ উদারপন্থী না উগ্রপন্থীদের হাতে যাবে : ফখরুল
- আপডেট সময় : ০৯:২১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ১৬১৯ বার পড়া হয়েছে
আগামী নির্বাচনে নির্ধারিত হবে দেশ উদারপন্থীদের হাতে যাবে, না উগ্রপন্থীদের হাতে যাবে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কয়েকটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে। আর যারা বেশি অপপ্রচার চালাচ্ছে তারাই অতীতে বাংলাদেশকে স্বীকার করেনি। সকালে, রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইন্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
মঙ্গলবার সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইন্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচন সভার আয়োজন করে বিএনপি।
এতে যোগ দিয়ে বিএনপি নেতারা বলেন, জিয়াউর রহমান সমৃদ্ধ করেছিলেন দেশের মানচিত্রকে। আর আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী হতে হবে গণতন্ত্র রক্ষার জন্য।
বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলেন, জিয়াউর রহমানের মত দূরদৃষ্টি সম্পন্ন না হলে জন্মদিন উদযাপন বৃথা যাবে। শঙ্কা প্রকাশ করে তারা বলেন, দুটি রাজনৈতিক দল এবার ইলেকশন ইন্জিনিয়ারিং করে কিছু কিছু আসন নিতে চায়।
একই অনুষ্ঠানে সভাপিতর বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কয়েকটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে।
তিনি বলেন, এই নির্বাচনে নির্ধারিত হবে দেশ উদারপন্থীদের হাতে যাবে নাকি উগ্রপন্থীদের হাতে।
জামায়াতকে জান্নাতের টিকিট বিক্রি না করে সোজা রাস্তায় রাজনীতি করার আহ্বানও জানান তিনি ।

















