তিস্তা মহাপরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনায় বাংলাদেশ ও চীন
- আপডেট সময় : ১০:৩৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
তিস্তা মহা পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনায় বাংলাদেশ ও চীন।প্রকল্প বাস্তবায়নে এখনো আনুষ্ঠানিক চুক্তি না হলেও স্বাক্ষর হয়েছে সমঝোতা স্মারক। দ্রুত কাজ শুরুর আশ্বাস মিললেও বড় প্রকল্প হওয়ায় সময় লাগছে বলে জানালেন সংশ্লিষ্টরা। তবে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত সময়ে কাজ শুরু না হওয়ায় অনেকটাই অখুশি তিস্তা নদী রক্ষা আন্দোলনের শীর্ষ নেতারা।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আশার কথা শোনালেও এখনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়নি । চীনের সঙ্গে পুরো প্রকল্প নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে, তবে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রকল্পের কার্যক্রম শুরু করা সম্ভব না হলেও রাজনৈতিক সরকারের সময়ে সেটি বাস্তবায়ন করা যাবে।
সোমবার সকালে রংপুরের কাউনিয়ায় তিস্তা নদী পরিদর্শনে এ সব তথ্য জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েনসহ একটি প্রতিনিধি দল। সাংবাদিকদের প্রশ্নে জানুয়ারিতে প্রকল্প শুরু না হওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, প্রকল্পটি বড় হওয়ায় সময় লাগছে।
এদিকে প্রকল্পের ব্যয় ও সময়সীমা নিয়ে জানতে চাইলে চীনা রাষ্ট্রদূত ইয়াং ওয়েন বলেন, এটি একটি বড় প্রকল্প, তাই এখনই খরচ নির্ধারণ সম্ভব নয়। তবে যত দ্রুত সম্ভব কাজ শুরু করার চেষ্টা চলছে।
তবে মহাপরিকল্পনার দাবিতে ঐতিহাসিক তিস্তা নদীর রক্ষা আন্দোলনের নেতারা কিছুটা হতাশ হলেও দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু দেখতে চান তারা।
শুধু জরিপ, পরিদর্শন আর আশ্বাস নয়, এবার মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যকর চান তিস্তা পাড়ের লাখো মানুষ।




















