সৌদিতে নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেলের সঙ্গে মদিনা প্রদেশের গভর্নরের সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময় : ০৫:২৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ১৬০৬ বার পড়া হয়েছে
শ্রমবাজার সম্প্রসারণ, বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি, সংস্কৃতি বিনিময়, দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনায় উঠে আসে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেট এর কন্সাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন এর সঙ্গে মদিনা প্রদেশের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান বিন আব্দুল আজিজ আল সৌদের সৌজন্য সাক্ষাত।
কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব নেয়ার পর মদিনার গভর্নরের সাথে এটিই তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মদিনা গভর্নর প্যালেসে পৌছলে কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে স্বাগত জানান মদিনার গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান বিন আব্দুল আজিজ আল সৌদ।
গভর্নর প্যালেসে বৈঠকে বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক নেয়ার আহ্বান জানান কনসাল জেনারেল। সৌদি আরবে কনসাল জেনারেলকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন এবং মদিনা প্রদেশে তার দায়িত্ব পালনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। কনসাল জেনারেল মদিনা প্রদেশে বসবাসকারী বাংলাদেশী নাগরিকদের কল্যাণের জন্য তার অব্যাহত সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন এবং তার বিজ্ঞ নেতৃত্বে মদিনা আল মুনাওয়ারার উল্লেখযোগ্য উন্নয়নের জন্য অত্যন্ত প্রশংসা করেছেন।
মদিনার গভর্নর এই অঞ্চলে বসবাসকারী বাংলাদেশী নাগরিকদের কাজের প্রশংসা করেন সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশী শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের কথা স্মরণ করে তাদের কল্যাণের জন্য সম্ভাব্য সকল সহযোগিতা এবং সহায়তার আশ্বাস প্রদান করেন ।
বৈঠক কালে বাংলাদেশ কনসুলেট জেদ্দার ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও মদিনা গভর্নর প্যালেসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


















