পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব রাঙামাটি গড়তে নেই কোন উদ্যোগ
- আপডেট সময় : ০৩:১৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
রাঙামাটি শহর পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব হিসেবে গড়ে তুলতে নেই কোন উদ্যোগ। স্বাধীনতার ৫৪ বছরেও প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এই শহর শুধুই আকর্ষন হারাচ্ছে। সরকার আসে, সরকার যায়…. কেউ কথা রাখেনি রাঙামটির উন্নয়নে। অব্যবস্থপনা আর অপরিকল্পিত নগরায়ন তিলে তিলে শেষ করে দিচ্ছে নয়নাভিরাম রাঙামাটিকে। এতে স্থানীয়দের সাথে বিব্রত পর্যটকরাও। আর পর্যটন শিল্পে পিছিয়ে পড়ে হতাশাগ্রস্থ হয়ে পড়ছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
এই কাপ্তাই হ্রদ দক্ষিণ এশিয়ার মধ্যে বৃহত্তম। উচুঁ নিচু সবুজ পাহাড়, ঝিরি ঝর্ণা বেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্য়ের আধার রাঙামাটিকে করেছে অনন্য। কিন্তু, প্রকৃতির সৌন্দর্যের ভেতরেও রয়েছে নানা অব্যবস্থাপনা। শহরের প্রবেশ মুখেই দেখা মিলবে পৌরসভার ময়লার স্তুপ। দূর্গন্ধে নাক চেপে ধরে শহরে আরেকটু আগালেই মুখোমুখি হতে হয় যানজটের। যত্রতত্র পার্কিং, অপরিচ্ছন্ন ফুটপাত, ভাঙা রাস্তা আর এলোমেলো দোকানপাটের কারণে আকর্ষণ হারাচ্ছে সৌন্দর্যমন্ডিত শহর।
দীর্ঘদিন থেকে নগরের এসব সমস্যা সমাধানে কার্যকর কোন পদক্ষেপ নেই। বিভিন্ন সময়ে নির্বাচিত মেয়র ও সরকারের প্রতিনিধিরা রাঙামাটি শহরকে পর্যটক বান্ধব হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেও বাস্তাবে কিছুই হয়নি।
পরিষ্কার পরিচ্ছন্ন ও যানজট মুক্ত শহর গড়তে উদ্যোগ নেয়ার কথা জানালেন পৌর প্রশাসক।
সম্ভাবনাময় পর্যটন শিল্পকে বিকশিত করতে পরিকল্পিত নগরায়ন ও পর্যটক বান্ধব শহর গড়ে তোলার আহবান বিশেষজ্ঞদের।



















