বিএনপি সরকার গঠন করলে ব্যবসার পরিবেশ সহজ হবে : আমীর খসরু
- আপডেট সময় : ০৮:৫৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
রাজনীতির পাশাপাশি অর্থনীতিকেও গণতান্ত্রিক করার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে ব্যবসার পরিবেশ সহজ হবে।দূর হবে আমলাতান্ত্রিক জটিলতা। আর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ব্যালট পেপারে ধানের শীষ মার্কার স্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ । অবিলম্বে তা সংশোধনের দাবি জানান তিনি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে ১৫তম ‘গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপো….. গ্যাপেক্সপো-২০২৬’। গ্যাপেক্সপো ফেয়ার। মেলায় চায়না, কোরিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ৩৫০টি প্রতিষ্ঠান ১৫০০ স্টলে প্রদর্শন হচ্ছে গার্মেন্টস, এক্সেসরিজ এবং প্যাকেজিং সংশ্লিষ্ট পণ্য। গ্যাপেক্সপোর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধরী বলেন, বিএনপি ব্যবসায়ীদের বাণিজ্য স্বাধীনতায় বিশ্বাস করে। তাই সরকার গঠন করতে পারলে ব্যবসায়িক নানা জটিলতা দূর করতে কাজ করবে তাদের সরকার।
এদিকে রাজধানীতে নির্বাচনী প্রচারণায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ব্যালট পেপারে ধানের শীষ প্রতীকের ত্রুটি নিয়ে অভিয়োগ করেন।

















