সিলেটে অনুমতি ছাড়াই অর্ধ শতাধিক গাছ কেটে বিক্রির অভিযোগ
- আপডেট সময় : ০৩:৪৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ১৬০৩ বার পড়া হয়েছে
সিলেটের গোয়াইনঘাটে উপজেলা প্রশাসন ও বন বিভাগের অনুমতি ছাড়াই রাস্তার পাশের প্রায় অর্ধ শতাধিক গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলী ও রুস্তমপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। ইউপি চেয়ারম্যান গাছ কাটার অভিযোগ অস্বিকার করলেও উপজেলা প্রকৌশলী বলেছেন- গাছের জন্য উন্নয়ন মূলক কাজ করা যাচ্ছিল না।
গোয়াইনঘাট উপজেলার বঙ্গবীর থেকে পীরের বাজার সড়কের দু’পাশের বড় আকৃতির গাছগুলো কেটে ফেলা হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই প্রকাশ্যে এসব গাছ কেটে… বিক্রিও করা হয়েছে। খবর পেয়ে বন বিভাগ ২০ থেকে ২৫টি কাটা গাছ জব্দ করেছে। এর আগেই কাটা হয়েছে অন্তত ৪০টি গাছ।
অভিযোগ আছে…. ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুমতিতে গাছ কেটে বিক্রি করা হয়েছে। তবে, এসব অভিযোগ অস্বীকার করেছেন রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
এ বিষয় উপজেলা প্রকৌশলী হাসিব আহামেদ জানান, রাস্তার কাজের স্বার্থে গাছ কাটার বিষয়ে তিনি উপজেলা প্রশাসন ও বন বিভাগে একাধিকবার চিঠি দিয়েছেন। তিনি বলেন, গাছ থাকার কারণে সেখানে দীর্ঘদিন ধরে কাজ করা যাচ্ছিল না। জানান, এই গাছ কাটার বিষয়ে কিছুই জানেন না তিনি।
জব্দ করা গাছগুলো নিলামে বিক্রি করা হবে। আইনগত ব্যবস্থা নেয়া হবে, যারা গাছ কেটেছে তাদের বিরুদ্ধে।
গাছ কাটার বিষয়টি গুরত্বসহকারে দেখা হচ্ছে। নেয়া হবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা।
পরিবেশ রক্ষায় সরকারি গাছ সংরক্ষণ এবং নতুন করে গাছ লাগানোর দাবিও জানিয়েছেন স্থানীয়রা।














