দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- / ১৫০৪ বার পড়া হয়েছে
দীর্ঘ প্রায় ১৭ বছরের বেশি সময় পর দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক করে তুলতে রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে-৩০০ ফিট এলাকা। নেতাকর্মী-সমর্থক প্রত্যাশা তারেক রহমানের ফেরা মধ্য দিয়ে গণতন্ত্র পাবে মুক্তি, স্বচ্ছল হবে অর্থনীতির চাকা।
দীর্ঘ ৬ হাজার ৩’শ ১৪ দিন পর জন্মভুমিতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় বরণে জনসমুদ্রে পরিণত হয়েছে পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েসহ আশে পাশের পুরো ৩০০ ফিট এলাক।
তারেক রহমানকে বরণে কমতি রাখেনি কর্মী সমর্থকরা। ব্যানার, ফ্যাস্টুন হাতে উৎসুক জনতা। নেতা কর্মীদের প্রত্যাশা প্রিয় নেতার আগমনে সমৃদ্ধি পাবে বাংলাদেশ।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত হয়েছে বলেও মনে করেন দলের নেতা কর্মীরা।



















