সারাদেশে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা
- আপডেট সময় : ০৫:০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ১৫০৮ বার পড়া হয়েছে
সারাদেশে বেড়েছে শীতের প্রকোপ। এতে, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। হাসপাতালগুলোতে বেড়েছে জ্বর, কাঁশি, নিউমেনিয়াসহ বিভিন্ন রোগীর সংখ্যা। আর, খেটে খাওয়া মানুষগুলো তীব্র শীত উপেক্ষা করেই বের হচ্ছে জীবিকার সন্ধানে।
পঞ্চগড়ে শুরু হয়েছে হাড় কাঁপানো শীত। সপ্তাহজুড়েই জেলার তাপমাত্রার পারদ ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সকাল ছয়টায় জেলায় সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।
এদিকে, দিনাজপুরে গেলো কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ নিম্নমুখী। স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, সকাল ছয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ শতাংশে, ফলে শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে।
কুড়িগ্রামে গেলো এক সপ্তাহ ধরে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উঠানামা করছে। সেই সাথে বাতাসের আদ্রর্তা শতকরা ৯৭ ভাগ। ঘন কুয়াশা ও উওরের হিমেল হাওয়া এ জেলার উপর বয়ে যাওয়ায় তীব্র ঠান্ডা অনুভব হচ্ছে। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেঁটে খাওয়া শ্রমজীবী মানুষেরা। এ শীতে শিশুসহ বৃদ্ধরা রয়েছে সবচেয়ে ভোগান্তিতে। হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে।




















