চেঙ্গী ও মাইনি নদীর খনন কাজ শুরু পর উধাও ঠিকাদারী প্রতিষ্ঠান
- আপডেট সময় : ০৫:০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ১৫০৭ বার পড়া হয়েছে
নদীর নাব্যতা ফেরাতে চেঙ্গী ও মাইনি নদীর খনন কাজ শুরু করেছিলো পানি উন্নয়ন বোর্ড। তবে কিছুদিন কাজ করেই উধাও ঠিকাদারী প্রতিষ্ঠান। ফলে বন্ধ রয়েছে খনন। আর দ্রুত কাজ শুরুর দাবি জানিয়েছে এলাকাবাসী।
নদীর নাব্যতা ফেরাতে চেঙ্গী ও মাইনি নদীর ৫৮ কিলোমিটার জুরে খনন কাজের প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। বর্তমানে মাইনি নদীর খনন কাজ চললেও চেঙ্গী নদীর কাজ বন্ধ রেখে চলে গেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। স্থানীয়রা জানান, নদীগুলো খনন হলে শুকনো মৌসুমে নদী পথে তাদের মালামাল আনা-নেয়া করতে সুবিধা হতো।
উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, চেঙ্গী নদীর খাগড়াছড়ির মহালছড়ি থেকে রাঙ্গামাটির নানিয়ার এর কাজ মাঝখানে বন্ধ হয়েছিলো। ড্রেজার নিয়ে গিয়েছিলো কন্ট্রাকটর, তখন কাজ বাতিলের নোটিশ করেছিলেন, তবে মহালছড়ি অংশের ঠিকাদার আবার নতুন করে ড্রেজার নিয়ে এসেছে, এখন থেকে কাজ হবে।
খাগড়াছড়ি শহর ও তৎসংলগ্ন অবকাঠামো নদী ভাঙ্গন রোধে সংরক্ষনের আওয়াতায় ২’শ ৫০ কোটি ব্যয়ে গ্রহণ হয় প্রকল্পটি।




















