জনপ্রিয়তা সহ্য করতে পারেনি বলেই ওসমান হাদিকে হত্যা : জামায়াত আমির
- আপডেট সময় : ০৫:১৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / ১৫০৬ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি মাসের নির্ধারিত সময়েই হোক, সেটা প্রত্যাশা করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, শরীফ ওসমান হাদির জনপ্রিয়তা সহ্য করতে পারেনি বলেই ষড়যন্ত্র করে হাদিকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু খুন করে বিপ্লবীদের চেতনাকে হত্যা করা যায় না। তা আরও ছড়িয়ে পড়ে। ফজর নামাজের পর ওসমান হাদির কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি। এসময় হাদির কবরে দেখা যায় অসংখ্য ভক্ত, অনুরাগীরদের সমাগম। সকলের একটাই দাবি, হাদি হত্যার সুষ্ঠু বিচার।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে সমাহিত রয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।
ফজর নামাজের পর জামায়াত আমির ডা. শফিকুর রহমান যান হাদির কবর জেয়ারত করতে। দলের নেতাকর্মীদের নিয়ে তিনি মোনাজাত পরিচালনা এবং হাদির জন্য দোয়া করেন।
পরে জামাত আমির বলেন, ষড়যন্ত্র করে হাদিকে সরিয়ে দেওয়া হয়েছে। বিপ্লবীদের চেতনাকে রুখে দেয়া যায় না।
সট: ডা. শফিকুর রহমান, আমির, জামায়াতে ইসলামী
এদিকে, বেলা বাড়ার সাথে সাথে হাদির কবরে দেখা যায় অসংখ্য ভক্ত, সতীর্থ, অনুরাগীদের সমাগম। দূরদূরান্ত থেকে অনেকেই আসেন হাদির কবরে। এসময় কান্নায় ভেঙে পড়েন অনেকে।
এসময় ওসমান হাদির প্রতি এমন নিষ্ঠুরতার তীব্র নিন্দা জানান আগতরা। সবার একটাই দাবি, হাদি হত্যার সুষ্ঠু বিচার হউক।























