সুদানে নিহত ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে
- আপডেট সময় : ০৫:৪২:২৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / ১৫২১ বার পড়া হয়েছে
আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর নিহত ছয়জন শান্তিরক্ষীর মরদেহ দেশে এসে পৌঁছেছে। সকাল ১১টার দিকে তাদের মরদেহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিমানবন্দরে শান্তিরক্ষীদের মৃতদেহ গ্রহণ করেন। পরে সেনা সদস্যদের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে নিয়ে যাওয়া হয়। আগামীকাল যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় নামাজে জানাজা অনুষ্ঠান শেষে তাদের নিজ নিজ ঠিকানায় হেলিকপটরে মরদেহ পাঠানো হবে। এরপর যথাযথ সামরিক মর্যাদায় দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে। গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলায় ৬ জন নিহত হন। এ ঘটনায় ৯ জন শান্তিরক্ষী আহত হন। বর্তমানে তারা কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।




















