অপরিকল্পিত স্ল্যাপ নির্মাণের কারণে নানা সমস্যায় জর্জরিত বাইপালবাসী
- আপডেট সময় : ০৩:৫২:৫২ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ১৯৩৪ বার পড়া হয়েছে
অপরিকল্পিত স্ল্যাপ নির্মাণের কারণে নানা সমস্যায় পড়েছেন আশুলিয়ার বাইপালবাসী। মিলছে না প্রতিকার– উল্টো বাড়ছে ভোগান্তি। সবচেয়ে বড় সমস্যায় এলাকার ব্যবসায়ীরা। দ্রুত এ সমস্যার সমাধান না করলে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তাদের।
রাজধানীর কাছে ইপিজেডকে কেন্দ্র করে আশুলিয়ায় নগরায়ন গড়ে ওঠে। সেই আশুলিয়ার প্রাণকেন্দ্র বাইপাইল। দীর্ঘদিন ধরে রাস্তাঘাট নির্মাণের দোহাই দিয়ে সেখানে চলছে খোড়াখুড়ির কাজ।
পুরো আশুলিয়াকে পরিকল্পিত শহর করার বিভিন্ন পদক্ষেপ নিয়ে সরকার যখন আগাচ্ছে ঠিক তখনই এক শ্রেণির কর্মকর্তাদের অনৈতিক কার্যক্রমে বিলিন হতে চলেছে সব পরিকল্পনা। বাইপাইলের মণ্ডলবাড়ী এলাকায় অপরিকল্পিকভাবে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে তৈরি করা হয়েছে বেশ কিছু স্ল্যাপ।
যার কারণে সমস্যা হয়েছে ড্রেনেজ ব্যবস্থায়ও। অল্প বৃষ্টিতে জমে যায় পানি, যা সহজে সরে না। তৈরি হয়েছে খানা-খন্দ। এছাড়াও বন্ধ হয়ে গেছে রাস্তার বড় একটি অংশ, লেগে থাকে যানজট।
রাস্তার থেকে কয়েক ফুট বেশি উচ্চতায় তৈরি হওয়া এই স্ল্যাপগুলো যেমনি নষ্ট করছে রাস্তার সৌন্দর্য, তেমনি নতুন করে তৈরি করছে নানা সমস্যা। বিপাকে পড়ছে বাইপালবাসী।
অপরিকল্পিতভাবে তৈরি ও উচুতে বসানো স্ল্যাপগুলোর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। ক্রেতারা যেমন যানবাহন নিয়ে যেতে পারছে না, তেমনি অস্বাস্থ্যকর পরিবেশের কারণে হারাচ্ছেন আগ্রহ।
ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম করার আগে সঠিক পরিকল্পনা করার আহ্বান এলাকাবাসীর।



















