অযত্ন আর অবহেলায় পড়ে থাকে ময়মনসিংহের স্মৃতিসৌধ ও বধ্যভূমি
- আপডেট সময় : ০৭:৩৯:২১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / ১৫০৪ বার পড়া হয়েছে
বছরে দু’দিন ছাড়া বাকি সময় অযত্ন আর অবহেলায় পড়ে থাকে ময়মনসিংহের স্মৃতিসৌধ, বধ্যভূমি এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে তৈরী স্থাপনাগুলো। রাত নামলেই এসব জায়গায় বাড়ে মাদকসেবীদের আড্ডা ও অসামাজিক কার্যকলাপ। দীর্ঘদিনেও এসব স্থাপনার সংস্কার ও রক্ষণাবেক্ষণের উদ্যাগে না নেয়ায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধরা। জেলা পরিষদ বলছে, বিভিন্ন দপ্তরের সাথে আলোচনা করে নেয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।
ময়মনসিংহ শহরে ব্রহ্মপুত্র নদের তীরে ১৯৯৯ সালে অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় স্মৃতিসৌধ। কিন্তু, রক্ষণাবেক্ষণের অভাবে স্মৃতিসৌধের বেদিতে পশু পাখির মল-মুত্র। বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ। চুরি হয়ে গেছে সীমানা প্রাচীরের রড। রাতে আলো ও নিরাপত্তা কর্মী না থাকায় বাড়ছে অপরাধ প্রবনতা।
শুধু স্মৃতিসৌধ নয়, জরাজীর্ণ অবস্থায় রয়েছে জেলার অধিকাংশ বধ্যভূমিগুলো। পোস্টার ও নামফলক মুছে যাওয়ায় বুঝার উপায় নেই যে এগুলো বধ্যভূমি।
মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের কথা নতুন প্রজন্মকে জানাতে এগুলো সংস্কারের দাবি জানান এই মুক্তিযোদ্ধা।
এদিকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, স্মৃতি সৌধ সংস্কার ও রক্ষণাবেক্ষণে নেয়া হচ্ছে বিভিন্ন দপ্তরের সহযোগিতা।
ময়মনসিংহে ৯টি স্মৃতি সৌধ, ৫৯টি বধ্যভূমি এবং দুশো’টিরও বেশি রয়েছে একাত্তরের বীর শহীদদের কবর।












