রাজশাহীর দিঘাপতিয়ার জমিদার বাড়ি ভাঙার সময় বেরিয়ে এলো সুড়ঙ্গ
- আপডেট সময় : ০৫:২৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / ১৫০২ বার পড়া হয়েছে
রাজশাহীর সিপাইপাড়ায় দিঘাপতিয়ার জমিদার পরিবারের পুরনো বাড়ি ভাঙার সময় বেরিয়ে এসেছে সুড়ঙ্গ। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজবংশের স্মৃতিচিহ্ন দেখছে আসছেন অনেকেই। জেলা প্রশাসন ও প্রত্নতাত্ত্বিক বিভাগের কর্মকর্তারা সেটি পরিদর্শন করেছেন। এতোদিন ঝুঁকিপূর্ণ এই স্থাপনাটির অন্তরালে চাপা পড়েছিলো ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন। গুরুত্বপূর্ণ বাড়িটি সংরক্ষণের দাবি এলাকাবাসীর।
পরিত্যক্ত এই বাড়িটি ভাঙ্গতে গিয়ে বেড়িয়ে আশে রাজবংশের স্মৃতিচিহ্ন। নিচতলায় বেরিয়ে এসেছে দুইটি সুড়ঙ্গ। বাড়িটি ভাষাসৈনিক মনোয়ারা রহমানের নামে ইজারা ছিল। ঝুঁকিপূর্ণ হওয়ায় ইজারা বাতিল করে অপসারণের জন্য নিলামে বিক্রি করে বোয়ালিয়া থানা ভূমি অফিস। নিলাম গ্রহিতা উপরের অংশ অপসরণের পর দেখতে পান সুড়ঙ্গ।
স্থানীয়রা বলছেন, রাজবাড়িটিকে ঘিরে ছোটবেলা থেকেই শুনেছেন নানান কাহিনী।
রাজশাহী বরেন্দ্র জাদুঘরের ডেপুটি রেজিস্ট্রার ভবনটি পরিদর্শন করে বলেন, বৃটিশ আমলে নির্মিত এই ভবনগুলোতে এয়ারকন্ডিশনের বিকল্প হিসেবেই হয়তো সুড়ঙ্গগুলো তৈরি করা হয়েছিল।
প্রায় ১২০ বছরের পুরানো বাড়িটির প্রত্নতাত্ত্বিক মূল্য যাচাই না করেই নিলামে ভবন ভাঙ্গার সিদ্ধান্তে ক্ষুদ্ধ ঐতিহাসিকরা।
ঝুঁকিপূর্ণ হওয়ায় বাড়িটি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানিয়েছে জেলা প্রশাসন।
জমিদার পরিবারের এই প্রাচীন বাড়ি থেকে উদ্ধার হওয়া সুড়ঙ্গ, স্থানীয় ইতিহাস ও প্রত্নতত্ত্বের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটি সংরক্ষণের দাবি এলাকাবাসীর।










