বেরোবিতে ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা
- আপডেট সময় : ০৫:১৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ১৫০৭ বার পড়া হয়েছে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসজুড়ে। শীতকালীন ছুটি ও নির্বাচনের সময়সূচি নিয়ে বিভক্ত শিক্ষার্থীদের দু’পক্ষ। আন্দোলন–পাল্টা আন্দোলনের মধ্যেই পরপর দু’জন প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন। এদিকে, জরুরি সিন্ডিকেট সভা শেষে সংশোধিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল ২৯ ডিসেম্বর। পরবর্তীতে গেল ১৮ নভেম্বর সংশোধিত তফসিলে পাঁচদিন এগিয়ে ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হয় ২৪ ডিসেম্বর।
এদিকে, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী শীতকালীন ছুটি শুরু হওয়ার কথা ছিল ১৭ ই ডিসেম্বর থেকে। ফলে ছুটি ও নির্বাচন নিয়ে সাধারণ শিক্ষার্থীরা বিভক্ত হয়ে পড়েছেন। এক পক্ষ দাবি জানাচ্ছে, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী শীতকালীন ছুটি বাস্তবায়নের… অন্যদিকে আরেক পক্ষ চাইছে ঘোষিত তফসিলেই নির্বাচন অনুষ্ঠিত হোক।
শিক্ষার্থীদের দ্বিধা বিভক্তির এই পরিস্থিতির মধ্যেই দায়িত্ব পালনে অক্ষমতার কারণ দেখিয়ে পরপর দুজন প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন। এতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়ে যায় শিক্ষার্থীদের মাঝে।
এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা শেষে উপাচার্য জানান, শীতকালীন ছুটি বর্ধিত করে সংশোধিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
দাবি–দাওয়া, আন্দোলন আর অনিশ্চয়তাকে ঘিরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নির্বাচনকে ঘিরে চলমান পরিস্থিতি ঠিক কোন পথে এগোবে, তা সময়ই বলে দেবে।





















