সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষকের পদ শূন্য থাকায় প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে
- আপডেট সময় : ০৪:৪০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / ১৫০৯ বার পড়া হয়েছে
দীর্ঘদিন ধরে সাতক্ষীরার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকের পদ শূন্য থাকায় প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে। এতে মানসম্মত ফলাফল থেকে পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা। তবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, সমস্যা সমাধানে দ্রুত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
সাতক্ষীরায় ৩৪০টি প্রাথমিক বিদ্যালয়ে পূরণ করা হচ্ছে না প্রধান শিক্ষকের শূন্যপদ। সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তারা বেশির ভাগই ব্যস্ত থাকছেন দাফতরিক ও প্রশাসনিক কাজে। এতে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা, হিমশিম খাচ্ছেন শিক্ষকরা।
দ্রুত প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগের দাবি জানান শিক্ষকরা। বলেন, পদ শূন্য থাকায় ভেঙে পড়েছে প্রশাসনিক শৃঙ্খলা।
শিক্ষক সংকটের কারণে মানসম্মত পাঠদান ব্যাহত হচ্ছে। জানান এ’ জনপ্রতিনিধিরা। সমস্যা সমাধানে দ্রুত শিক্ষক নিয়োগের কথা জানালো জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, প্রধান শিক্ষকের পদ শুন্য রয়েছে ৩৪০টি। আর সহকারী শিক্ষকের ১৮৭টি পদ শুন্য রয়েছে।




















