নিম্নমানের কাজে ৬ মাসেই ধসে পড়লো মিরিকপুর-সূত্রধরপাড়া সড়ক
- আপডেট সময় : ০২:০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ১৫০৬ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের বাসাইলে নিম্নমানের কাজ করায় নির্মানের ৬ মাসের মধ্যে মিরিকপুর হাই স্কুল থেকে সূত্রধরপাড়া জগদীশ মাস্টার বাড়ি সড়কটি ধসে পড়েছে। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। ভূক্তভোগীরা বলছে ঠিকাদারের গাফিলতি ও কর্তৃপক্ষের উদাসিনতার কারনেই সড়কটির এমন পরিনতি। তবে কর্তৃপক্ষ বলছে, কয়েক দিনের অতিবৃষ্টিতেই ধসে পড়েছে সড়কটি।
এটি টাঙ্গাইলের বাসাইল উপজেলার মিরিকপুর হাই স্কুল থেকে সূত্রধরপাড়া জগদীশ মাস্টার বাড়ি পর্যন্ত সড়ক। অগ্রাধিকার ভিত্তিতে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত। নির্মাণের ছ’মাসের মধ্যেই ধসে পড়েছে।
গত অর্থ বছর প্রায় ৫৬ লাখ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এ কাজটি বাস্তবায়ন করেছে, সেন এন্টার পাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ, ৮ লক্ষ টাকার মাটির কাজ না করেই পূর্ণ বিল তুলেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। রয়েছে, মোটা অংকে ঘুষ লেনদেনের অভিযোগ।
ঠিকাদার বলছেন সঠিক নিয়মে কাজ করেই তিনি পূর্ন বিল পেয়েছেন।
উপজেলা প্রকৌশলী বলেছেন, অতি বৃষ্টিতে ভেঙ্গে গেছে সড়কটি। শীঘ্রই সড়কটি মেরামত করে জন সাধারনের চলাচলের উপযোগী করা হবে। অস্বীকার করেন, প্রকল্প বাস্তবায়নে ঘুষ গ্রহণের কথা ।
জনভোগান্তি কমাতে দ্রুত সড়কটি সংস্কার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।





















