টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে কৃষিখাতে নজিরবিহীন ক্ষয়ক্ষতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ১৮৩৯ বার পড়া হয়েছে
টানা বৃষ্টিতে বগুড়াসহ উত্তরাঞ্চলে কৃষিখাতে নজিরবিহীন ক্ষয়ক্ষতি হয়েছে। পাকা ধান, আলু, শীতকালীন সবজি সবই এখন পানির নিচে। ক্ষেতের ফসল নষ্ট হওয়ায় দিশেহারা কৃষকরা। ক্ষতি কাটাতে প্রণোদনার দাবি তাদের।
আমন ধানের শীষে সোনালী রং ধরেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অসময়ে অতিবৃষ্টিতে ফসলি জমিতে পানি জমে গেছে। পাকা ধান শুয়ে পড়েছে মাটিতে। পানি বের করতে পারছেন না কৃষকরা।
আগাম জাতের আলুর জমিতে পানি জমেছে। শীতকালীন শাক সবজিরও ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকেরা পড়েছেন মহাবিপদে। ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ শুরু করেছে কৃষি বিভাগ।
বৃষ্টির পরিমাণ কমলেও নিম্নচাপের প্রভাবে আকাশ মেঘলা থাকবে জানালেন এই আবহাওয়াবিদ।
ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন, সরকারি সহায়তা ও পুনর্বাসন না পেলে, এই ক্ষতি থেকে উঠে দাঁড়ানো তাদের পক্ষে খুবই কঠিন। আর এতে উৎপাদন বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।





















