ভারতে পালানোর সময় শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আজিজ গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:২৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / ২৫০০ বার পড়া হয়েছে
দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আজিজুর রহমান আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৬ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ও দর্শনা থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
সোমবার (২৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও গোয়েন্দা (ডিবি) বিভাগের উপ-পুলিশ কমিশনার রাকিব খান। তিনি জানান, স্থানীয় থানা পুলিশের সহায়তায় আজিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর সোমবারই তাকে আদালতে উপস্থাপন করা হবে বলে জানান তিনি। তদন্তের স্বার্থে আজিজুর রহমানের রিমান্ড আবেদন করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। এসব অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ নজরদারি চালিয়ে আসছিল। অবশেষে দেশত্যাগের চেষ্টার সময় তাকে আটক করা হয়। আজিজুর রহমান আজিজকে আদালতে আজকে তোলা হয়েছিল জামিন নামঞ্জুর করা হয়েছে।





















