ইউএস বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস ৩৩০

- আপডেট সময় : ০৬:১২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / ১৫১৭ বার পড়া হয়েছে
ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়েছে তৃতীয় বৃহদাকৃতির এয়ারবাস A330-300। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে স্পেনের ট্যুরেল থেকে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নতুন উড়োজাহাজটিতে ৪৩৬টি আসন রয়েছে।
ইউএস-বাংলা কর্তৃপক্ষ জানায়, এয়ারবাস A330 দিয়ে আগামীতে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও মদিনা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। বর্তমানে এয়ারলাইন্সটির বহরে রয়েছে ৩টি এয়ারবাস A330-300, ৯টি বোয়িং ৭৩৭-৮০০ এবং ১০টি এটিআর ৭২-৬০০, যা দেশের মধ্যে সর্বাধিক বিমান বহর।
ইউএস-বাংলা বর্তমানে দেশের সব অভ্যন্তরীণ রুট ছাড়াও আন্তর্জাতিকভাবে কলকাতা, চেন্নাই, মালদ্বীপের মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও চীনের গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে। নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ায় ইউএস-বাংলার আন্তর্জাতিক রুট সম্প্রসারণে গতি আসবে বলে আশা করা হচ্ছে।