দিনাজপুর পৌরসভার যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা

- আপডেট সময় : ০৬:০১:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / ১৫১০ বার পড়া হয়েছে
দিনাজপুর পৌরসভার যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। পরিষ্কারের নেই কোনো উদ্যোগ। নষ্ট হচ্ছে স্বাভাবিক সুস্থ পরিবেশ। পরিকল্পনা ও আন্তরিকতার অভাবে পুরো পৌরসভাই যেন এখন ময়লা-আবর্জনার ভাগাড়। পঁচা দুর্গন্ধে দূষণ হচ্ছে বায়ু। স্বাস্থ্যঝুঁকিতে জীবন পার করছেন পৌরবাসী। শিগগিরই মানুষকে স্বস্তি দেয়া এবং সুন্দর নগরী গড়ার আশ্বাস জেলা প্রশাসকের।
দিনাজপুর পৌরসভা, বয়স দেড়শ বছর। প্রথম শ্রেণিতে উন্নীত হওয়ার ৩০ বছর পেরিয়ে গেলেও বাড়েনি নাগরিক সেবা। পৌরসভাজুড়ে যত্রতত্র দেখা মেলে ময়লা-আবর্জনার। ময়লার কারণে হেঁটে রাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাঘাট। স্কুল-কলেজ, পাবলিক লাইব্রেরি, মসজিদ-মন্দিরে প্রবেশের সময় দুর্ভোগ পোহাতে হচ্ছে দুর্গন্ধে। শহর যেমন অপরিচ্ছন্ন হচ্ছে, তেমনি মানুষের শরীরেও বাসা বাঁধছে নানা রোগ।
উড়ে বেড়ায় নোংরা বাতাস, যেন প্রতিটি নিশ্বাসে লেগে আছে অবহেলার ইতিহাস। ময়লা-আবর্জনা থেকে ছড়াচ্ছে রোগ-বালাই, আক্রান্ত হচ্ছে শিশুসহ অনেকেই। শহরটা ময়লার স্তূপে পরিণত- নির্বিকার পৌর কর্তৃপক্ষ।
শিগগিরই মানুষ স্বস্তি পাবে। পৌরবাসীসহ সকলের প্রচেষ্টায় সুন্দর নগরী গড়ে উঠবে। সেই সাথে আধুনিক পদ্ধতিতে ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যকর করা হবে বলে জানান জেলা প্রশাসক।
১৯৯০ সালে পৌরসভা পায় প্রথম শ্রেণির মর্যাদা। ১২টি ওয়ার্ডে বিস্তৃত- সাড়ে ২৪ বর্গকিলোমিটার জুড়ে পৌরসভা। আশার পরশে মানুষ চেয়ে থাকে, হয়তো একদিন পৌরসভার গলিত স্মৃতি থেকে জেগে উঠবে- এক নতুন দিনাজপুর। যা হবে পরিচ্ছন্ন, প্রাণবন্ত, গর্বিত।