গাজীপুর মহানগরে বেড়েছে ডাকাতি-ছিনতাই-চুরি

- আপডেট সময় : ১২:৫১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / ১৫৪০ বার পড়া হয়েছে
গাজীপুর মহানগরে বেড়েছে ডাকাতি, ছিনতাই ও চুরির ঘটনা। টার্গেট করা হচ্ছে প্রবাসী পরিবারের বাড়িগুলো। এতে আতঙ্কে নগরবাসী। পুলিশ বলছে, এসব অপরাধ ঠেকাতে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করছে একাধিক গোয়েন্দা সংস্থা।
এ চিত্র গাজীপুর মহানগরের বাংলা বাজার এলাকার একটি মোবাইল শোরুমে চুরির ঘটনার ভিডিও ফুটেজ। চলতি মাসের ৫ তারিখ সকালে, প্রায় পৌনে নয়টার দিকে—৬ থেকে ৭ জনের একটি সংঘবদ্ধ চোরচক্র মার্কেটের দ্বিতীয় তলার একটি মোবাইল শোরুমের তালা কেটে একজনকে ভিতরে প্রবেশ করায়, বাকিরা বাইরে থেকে পাহারা দেয়।ভেতরে মাস্ক পরা ব্যক্তি দামি মোবাইল ফোন ও নগদ টাকা ব্যাগ ভর্তি করে
কয়েক মিনিটের মধ্যে বের হয়ে যায়।দিনের বেলায় এমন চুরির ঘটনায় আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা।
সম্প্রতি গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে বাড়িতে হানা দিচ্ছে ডাকাত চক্র। সড়কেও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে।
সবচেয়ে বেশি টার্গেটে পড়ছে বিদেশফেরত বা প্রবাসী পরিবারের বাড়িগুলো।ভয়ে-আতঙ্কে দিন কাটছে এসব পরিবারের।
গত এক বছরে গাজীপুর মহানগরে চুরি, ছিনতাই ও ডাকাতির পরিমাণ বেড়েছে কয়েকগুণ। এ বিষয়ে একাধিক মামলা ও গ্রেপ্তারও হয়েছে।তবে এসব অপরাধ দমনে পুলিশ মনে করছে—এলাকাবাসীর সহযোগিতায় স্থানীয় পর্যায়ে কমিটি গঠন করলে অপরাধ রোধ সম্ভব।
অপরাধ দমনে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগই হতে পারে নিরাপদ নগরীর নিশ্চয়তা—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।