বরিশাল মেডিকেলের মেডিসিন ওয়ার্ড অন্যত্র সরিয়ে নিতে মরিয়া একটি চক্র

- আপডেট সময় : ০৪:২৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ড অন্যত্র সরিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে একটি চক্র। মেডিসিন ওয়ার্ডের মান উন্নয়ন না করে, যুক্তিহীনভাবে অন্যত্র সরিয়ে নেয়ার চেষ্টাকে ভিন্ন চোখেই দেখছেন সবাই। সরকারি অর্থ অপচয় করে কারো ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা হচ্ছে কিনা, এমন প্রশ্নও উঠেছে। তবে, রোগী ও স্বজনদের দাবি, বর্তমান ব্যবস্থাপনায় ভালো চিকিৎসাই পাচ্ছেন তারা।
দক্ষিণাঞ্চলের মানুষের চিকিৎসার শেষ আশ্রয়স্থল এই বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। দীর্ঘদিন ধরে এই হাসপাতালে চিকিৎসা সেবায় ঘাটতি ও পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি বিকল রাখার অভিযোগ আছে। এবার নতুন সমালোচনা শুরু হয়েছে… মেডিসিন ওয়ার্ড স্থানান্তর নিয়ে।
চিকিৎসার মান উন্নয়ন না করে, এক সিনিয়র ডাক্তারের উদ্যোগে তড়িঘড়ি করে মেডিসিন বিভাগ স্থানান্তরে রহস্য খুজছে সবাই। সংশ্লিষ্টরা মনে করছেন, লক্ষ লক্ষ টাকা ব্যয় না করে বর্তমান ভবনের সাথে পুরাতন ভবনে যাতায়াতের জন্য লিঙ্ক রোড তৈরি হলেই সমস্যা থাকবে না। বর্তমান ব্যবস্থাপনায় ভালো চিকিৎসা পেয়ে, ওয়ার্ড না সরাতেও মত দেন রোগীরা।
মেডিসিন বিভাগকে পুরাতন ভবনে স্থানান্তরে যুক্তি আছে বলে জানান, হাসপাতাল কর্তৃপক্ষ।
দক্ষিণাঞ্চলের মানুষদের চিকিৎসা সেবা উন্নত করতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছে সবাই।