আবারও শুরু রাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা

- আপডেট সময় : ০৫:৩০:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / ১৫৫০ বার পড়া হয়েছে
৬ দিন ছুটির পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবারও শুরু হয়েছে রাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা। ১৬ অক্টোবর রাকসু নির্বাচন সম্পন্ন করতে এবার দৃঢ়ভাবে আশাবাদী প্রার্থী ও নির্বাচন কমিশন। আজ থেকে ক্যাম্পাসে আবারো শুরু হচ্ছে নির্বাচনের জমজমাট লড়াই। সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ছুটির পর, প্রার্থীদের প্রচারণায় মুখর হয়ে উঠছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আজ থেকে এই প্রচার-প্রচারণা চলবে ১৪ অক্টোবর রাত বারোটা পর্যন্ত। আর ভোটগ্রহণ ১৬ অক্টোবর। রোববার বিশ্বশিক্ষক দিবসে শহীদ শামসুজ্জোহার মাজার জিয়ারতের মধ্যদিয়ে ক্যাম্পাসে প্রচার প্রচারণা শুরু করেছে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা।
রাকসু নির্বাচন ঘিরে আবারো উৎসব-আমেজ সৃষ্টি হবে, এমন আশা অন্য প্রার্থীদেরও।
এদিকে, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যথাসময়ে শান্তি-শৃঙ্খলা আর উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্নের বিষয়ে আশাবাদী নির্বাচন কমিশনও।
সকল সংকট কাটিয়ে উৎসব মুখর পরিবেশে হবে নির্বাচন। রাকসু পাবে নতুন নেতৃত্ব, এমন প্রত্যাশা সবার।