রংপুরে অ্যানথ্রাক্সে আক্রান্ত ১১ জন

- আপডেট সময় : ০৪:৪৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
রংপুরের তিনটি উপজেলায় সম্প্রতি অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন মোট ১১ জন। স্বাস্থ্য বিভাগ বলছে, আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। তবে অসুস্থ গবাদিপশুর মাংস প্রক্রিয়াজতকরণ, সংরক্ষণ ও খাবার ব্যাপারে অসতর্কতার কারণে অ্যানথ্রাক্স সংক্রমণ ছড়াচ্ছে বলে জানান স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
রংপুর জেলার তিনটি উপজেলায় ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স। আক্রান্ত ১১ জনের মধ্যে পীরগাছায় ৮ জন, মিঠাপুকুরে ১ জন এবং কাউনিয়ায় ২ জনের শরীরে এই সংক্রমণ শনাক্ত হয়েছে।
আক্রান্তদের কেউ গবাদিপশুর মাংস প্রক্রিয়াজাতকরণ ও চামড়া ছাড়ানোর কাজে জড়িত ছিলেন। আবার কেউ সংক্রমিত গরুর মাংশ খেয়েছিলেন।
এরই মধ্যে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান থেকে বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন ও নমুনা সংগ্রহসহ চিকিৎসা বিষয়ক পরামর্শ দিয়েছেন। সমন্বিত উদ্যোগ নেয়া হলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব বলে জানান চিকিৎসকরা।
এদিকে, প্রাণিসম্পদ অধিদপ্তর আক্রান্ত এলাকায় গবাদিপশুর টিকা কার্যক্রম জোরদার করার উদ্যোগ নিয়েছে বলে জানান জেলা কর্মকর্তা।
রংপুরের উপজেলাগুলোতে দ্রুত অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। তবে দ্রুত চিকিৎসা এবং সচেতনতা বাড়াতে পারলেই এ রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি প্রতিরোধ করাও সম্ভব হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।