প্রধান উপদেষ্টাকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৫:১৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫১২ বার পড়া হয়েছে
প্রধান উপদেষ্টাকে ইসলামাবাদ সফরে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যায় জানিয়েছেন দুই দেশের সরকার প্রধান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ হয়েছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিরও। বৈঠকে দুই শীর্ষ নেতার মধ্যে ইতালি-বাংলাদেশ বিজনেস ফোরাম নিয়ে আলোচনা হয়। আলোচনায় নিরাপদ অভিবাসনের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নেয়ার পাশাপাশি বুধবার বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
৮০তম জাতিসংঘ সাধারণ অধিবেশনের সফরের তৃতীয় দিনে ফিনল্যান্ড প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যয়ের বৈঠকে বাংলাদেশের সাথে সম্পর্ক জোড়দার করার কথা জানান।
এরপর ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। দুই শীর্ষ নেতার বৈঠকে আসে ইতালিকে বাংলাদেশীদের নিরাপদ অভিবাসনের বিষয়টি।
দিনের শেষভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ড. মুহাম্মদ ইউনূস। এসময় পাকিস্তানে বণ্যায় নিহতের স্বরণে শোক জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উন্নয়নে সফর নিয়েও কথা হয় দুই নেতার।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনাতেও অংশ নেন প্রধান উপদেস্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান তিনি।
এরপর বাইরে কসোভোর প্রেসিডেন্টের পাশাপাশি ক্লাব ডি মাদ্রিদের সভাপতি ও স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট দানিলো তুর্কের সাথে বৈঠ করেন ড. মুহাম্মদ ইউনূস।