আন্তর্জাতিক সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেল নাসির ফ্লোট গ্লাস

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫০৭ বার পড়া হয়েছে
দেশের নির্মাণ এবং কাচ শিল্পে অনবদ্য সাফল্যের জন্য আন্তর্জাতিক সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড অর্জন করল দেশের শীর্ষ ফ্লোট গ্লাস ব্র্যান্ড নাসির ফ্লোট গ্লাস। নির্মাণ এবং কাচ শিল্পের বাজারে দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য ও সেবায় গ্রাহকদের বিশ্বাস ও আস্থা অর্জনের মাধ্যমে শীর্ষ অবস্থান বজায় থাকায় এ স্বীকৃতি পেল নাসির ফ্লোট গ্লাস।
লন্ডনভিত্তিক বিশ্বখ্যাত বহুজাতিক প্রতিষ্ঠান সুপারব্র্যান্ডস ওয়ার্ল্ডওয়াইডের প্রতিনিধি সংস্থা ‘সুপারব্র্যান্ডস বাংলাদেশ’ ২০২৫-২৬ সালের জন্য ফ্লোট গ্লাস ক্যাটাগরিতে নাসির ফ্লোট গ্লাসকে এ স্বীকৃতি দিয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচতারা হোটেলে আয়োজিত সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫-২৬ গালা ইভেন্টে এ সম্মাননা দেওয়া হয়।